ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গণধর্ষণ শেষে বাবাসহ হত্যা, পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
🕐 ৩:০২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও বাবা ইলিয়াছ চৌধুরীসহ তাকে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচাকর মো. মহিদুজ্জামান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. লিটন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম পিটিল, আজিজুর রহমান পলাশ ও আবু সাঈদ। রায় ঘোষণার সময় পলাতক শরিফুল ইসলাম বাদে অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর লবণচোরা থানার বুড়োমৌলভীর দরগাপাড়া রোডে আসামিরা বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢুকে প্রথমে ইলিয়াছ চৌধুরীকে হত্যা ও পরে পারভীন সুলতানাকে ধর্ষণ শেষে হত্যা করে। পরে তাদের লাশ বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখে। পরে এ ঘটনায় আলাদা দুটি মামলা হয়।

২০১৬ সালের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। মামলায় ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

 

 

 
Electronic Paper