ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমারখালীতে ড্রেনেজ খাল দখল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
🕐 ৭:৫১ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

কুষ্টিয়া লাহিনী টু শান্দিয়ারা সড়কের কুমারখালী উপজেলাধীন যদুবয়রা জয়বাংলা বাজারসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ড্রেনেজ খাল দখল করে রাতের আঁধারে তেল পাম্প নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী রেজাউল ইসলাম ও তার সহপাঠীরা।

এ স্থাপনাদি নির্মাণের ফলে প্রায় ২-৩শ বিঘা কৃষি জমি ও ফসল পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি পাউবোর কর্তৃপক্ষের নজরে আসার আড়াই মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

তেল পাম্পের মালিক রেজাউল বলেন, আমি অনুমতি নিয়ে কাজ করছি, তবে আমার কাছে লিখিত কোনো ছাড়পত্র নেই। তিনি আরও বলেন, এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং পাউবোর কর্মকর্তারা জানে।

পাউবোর কুষ্টিয়া উপ-সহকারী প্রকৌশলী এ ইয়ামিন বলেন, বিষয়টা ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। রেজাউলকে সাত কার্যদিবসের নোটিস দেওয়া হয়েছে, এর মধ্যে অবৈধ স্থাপনাদি সরিয়ে না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুণ্ডুকে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

 
Electronic Paper