ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ মাদক মামলার আসামি নিহত

মেহেরপুর প্রতিনিধি
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে নাজমুল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে করমদি গ্রামে গোলাগুলির শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই বন্ধ হয়ে যায় গুলির শব্দ।

গুলির উৎস খুঁজতে আশেপাশে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী, একটি দেশীয় পিস্তল, প্রায় এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।

 
Electronic Paper