ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
🕐 ৯:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

বাগেরহাটের মোংলা বন্দরে ১১ দফা দাবিতে গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের লাগাতর কর্মবিরতি অব্যাহত রয়েছে।

কর্মবিরতি পালন নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত না হয়ে দাবি আদায়ের এ কর্মসূচি সফলের লক্ষ্যে সব শ্রমিককে একাত্মভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌযান শ্রমিক নেতারা।

এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে মধ্যরাত থেকে মোংলা বন্দরে পণ্যবোঝাই-খালাস ও পরিবহন কাজ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার বাচ্চু জানান, ১১ দফা দাবিতে গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতির ফলে মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীতে পণ্যবোঝাই ও খালি কার্গো-কোস্টার জাহাজগুলো অলস সময় পার করছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন থেকে বন্ধ রয়েছে।

 
Electronic Paper