ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৮ ঘণ্টা পর খুলনা রুটে স্বাভাবিক রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

১৮ ঘণ্টা পর উদ্ধার হলো ঝিনাইদহে লাইনচ্যুত সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। গত রাত ১২টার দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। এরপরই এ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কোটাচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস-৭২৬ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, ঝিনাইদহের কোটাচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিল করা ট্রেনগুলো হলো-খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এবং ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস।

এছাড়া খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গায় গিয়ে যাত্রা বাতিল করে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে যাত্রীদের নিরাপত্তায় স্টেশনগুলোতে সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন করা হয়।

 

 

 

 
Electronic Paper