ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অতিথি পাখিতে মুখর মহম্মদপুর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
🕐 ৯:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

শীতের এ সময়ে অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠেছে মাগুরার মহম্মদপুর। সদরের ঘোপ বাওড়ে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমণ চোখে পড়ছে। অতিথি পাখিদের মনোরম উপস্থিতিতে প্রকৃতিতে এনেছে নতুন রূপ। ভিনদেশি এসব পাখি হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।

শীতের শুরুতেই উপজেলা সদরের ঘোপ বাওড়, কাতলাশুরের বিল, নালিয়ার বিল, ফলিয়ার বিলসহ বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে দূর-দূরান্ত থেকে আসা এ পাখির বিচরণ লক্ষ করা যায়। এসব ভিনদেশি পাখিদের কলরবে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রাকৃতিক পরিবেশ।

ঘোপ বাঁওড় পাড়ের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান বলেন, প্রতিবছর শীতের শুরুতেই বাওড়ে এ অতিথি পাখির দেখা মেলে। আমরাও এ অতিথিদের অপেক্ষায় থাকি। অতিথি পাখি ঝাঁক বেঁধে বিচিত্র স্বরে ডাকতে ডাকতে উড়ে চলা সুন্দরতম দৃশ্যের একটিতে পরিণত হয়। যা আমাদের মুগ্ধ করে তোলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফুর রহমান বলেন, শীত এলেই উপজেলার বিভিন্ন হাওড়, বিল ও জলাশয়ে হঠাৎ নানা প্রজাতির এ পাখি দেখতে পাওয়া যায়। এরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়। ভারসাম্যও রক্ষা করে। পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।

 
Electronic Paper