ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতক্ষীরায় কোণঠাসা বিরোধীরা

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
🕐 ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন মহাজোট প্রার্থীরা। ফুরফুরে মেজাজে তারা নির্বাচনী প্রচারণা চালালেও নানা কারণে পিছিয়ে পড়েছেন মহাজোটের শরিক জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীরা। এছাড়া বিকল্পধারা এবং ২০ দলীয় জোট প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে রয়েছেন। তাদের অভিযোগ, নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। প্রচার মাইক নিয়ে প্রচার চালাতে পারছেন না। তাদের প্রতীক সম্বলিত পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। পোস্টার লাগাতে গেলেও বাধার মুখে পড়ছেন। সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, ‘তার প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। একটি এলাকায় তার মাইক কেড়ে নেওয়া হয়েছে।’ এ আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘১৪ ডিসেম্বর কলারোয়া বাজারে গণসংযোগকালে তাকেসহ সাত নেতাকর্মীকে লাঠি ও লোহার রড নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়ে কয়েকজন হাসপাতালে রয়েছেন। প্রকাশ্যে সরকার দলীয় লোকজন এ ঘটনা ঘটালেও পরদিন তাকে প্রধান আসামি করে ৪৬ জনের বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। এ মামলার ফলে তিনি ও তার কর্মীরা মুক্তমনে প্রচারণা চালাতে পারছেন না। তালা ও কলারোয়ার কোথাও ধানের শীষের পোস্টার নেই। সব ছিড়ে ফেলা হয়েছে। তিনি বিষয়টি রিটার্নিং অফিসারকে জানিয়েছেন।
এদিকে, সাতক্ষীরা সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন গত ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে জানান, তার লিফলেট ছিড়ে ফেলা হচ্ছে। তার প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। সরকার দলীয় প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছেন।’
এ প্রসঙ্গে সাতক্ষীরা-১ আসনে মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘বিএনপি নিজেরা মারামারি করছে। তাদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরই নেতা। এতে মহাজোটের কিছু করার নেই।’

 
Electronic Paper