ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আম্বিয়া আউট মুক্তি ইন

নড়াইল প্রতিনিধি
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৮

ভোটের আগেই এক বার বিজয়ী হলেন কবিরুল হক মুক্তি। জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে পেছনে ফেলে শেষ হাসিটা হাসলেন নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তি। তৃতীয় বারের মতো সংসদ সদস্য হওয়ার পথ সুগম হলো তার।

শুক্রবার সকালে চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পান কবিরুল হক মুক্তি। আর এ মধ্য দিয়ে অবসান হলো সব জল্পনা-কল্পনার। কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নড়াইল সদরের পাঁচটি ইউনিয়ন ও কালিয়া উপজেলা নিয়ে নড়াইল-১ আসন গঠিত। এ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়াকে। কবিরুল হক মুক্তি দলীয় সভানেত্রী স্বাক্ষরিত মনোনয়ন পত্র হাতে পান ২৬ নভেম্বর। রাতেই তিনি এলাকায় ফিরলে কয়েক হাজার দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান তাকে। পরদিন ২৭ নভেম্বর খবর আসে শরীক দলের নেতা শরীফ নুরুল আম্বিয়াকেও নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, উভয়পক্ষই জোর তৎপরতা ও তদবীর চাচ্ছিলেন মনোনয়ন ঠিক রাখার জন্য। তবে জনপ্রিয়তার জরিপে এগিয়ে ছিলেন কবিরুল হক মুক্তি।

মুক্তির বাবা শহীদ এখলাস উদ্দিন আহম্মেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযোদ্ধা, কালিয়া পৌর মেয়র ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তি নিজে কালিয়া পৌরসভার দুইবারের মেয়র, দুইবারের সংসদ সদস্য। নিজ নির্বাচনী এলাকায় সেতু-কালভার্ট, সড়ক, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন।

 
Electronic Paper