ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় গ্যাসের আগুনে নববধূ দগ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
🕐 ১১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৮

চুয়াডাঙ্গার জেলা শহরে গ্যাসের আগুনে সুমাইয়া আক্তার সীমা নামে এক নববধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ নববধূকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সীমা দামুড়হুদা উপজেলার দর্শনার শরিফুজ্জামানের স্ত্রী।

শুক্রবার রাতে জেলা শহরের সিনেমাহল পাড়ায় এ ঘটনা ঘটে।

দগ্ধ সীমার স্বামী শরিফুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের চুলা চালু করার সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক থাকার কারণে আগে থেকেই রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। দগ্ধ নববধূ সীমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে সার্জিক্যাল কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহীন জানান, সীমার শরীরের ৩০ ভাগ আগুনে ঝলসে গেছে। তিনি আশংকামুক্ত নন।

 
Electronic Paper