ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে প্রতারক গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৫:১১ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে প্রতারক গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন পদে চাকরী দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক খোরশেদ আলম (৩৮) নামের একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত খোরশেদ আলম পাবনা জেলার ঈশ্বরদী মাঝদিয়া ছোটপাড়া এলাকার মোঃ নুরুল হকের ছেলে।

 

রবিবার (২৮ মে) র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাত সাড়ে ৩ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন সিঙ্গার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার সাইফুল আলম সেন্টু ও সেতু রহমান নামের দুই যুবককে গত ৮ মাস আগে রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রশিয়ান ও ড্রাইভার পদে চাকুরী দেওয়ার কথা বলে দুইজনের নিকট থেকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা নেন আসামী খোরশেদ৷ টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের বিভিন্ন রকম মেডিক্যাল করানোর হয়।

মেডিক্যাল করানোর পর তাদের সেফটি ড্রেস,রুপপুরে কোয়াটার সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের দিনের পর দিন ঘোরাতে থাকে। রুপপুর যে কোম্পানিতে তাদের চাকুরী দিবে সেই কোম্পানীর বস বিদেশে আছে বলেও তাদের মাসের পর মাস ঘোরাতে তাকে আসামী প্রতারক খোরশেদ। কয়েকমাস যাওয়ার পর প্রতারক খোরশেদ তারব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়।

ভুক্তভোগীদের সন্দেহ হলে খোরশেদের এলাকায় খোজ নিয়ে তারা জানতে পারে সে একজন বড় ধরনের প্রতারক রুপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরী দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়ে সে তার নিজ রলাকা থেকে পালিয়েছে। পরে ভুক্তভোগী সাইফুল ইসলাম সেন্টু ও সেতু রহমান কুষ্টিয়া মডেল থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৬, তারিখ ২৮ মে ২০২৩, ৪০৬/৪২০। পেনাল কোড ১৮৬০ ধারার।এরই ধারাবাহিকতায় র‍্যাব বিষয়টি তৎপরতা শুরু করলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 
Electronic Paper