ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতক্ষীরায় ১১টি ভারতীয় এয়ারগানসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
🕐 ৭:৪৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

সাতক্ষীরায় ১১টি ভারতীয় এয়ারগানসহ আটক ১

সাতক্ষীরার দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগানসহ এক চোরাচালানিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) সকালে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার চোরাচালানির মোঃ ইমাদুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে। বিকেলে এই তথ্য জানান দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার।

ওসি বাবুল আকতার জানান, ভারত থেকে পাঁচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এসময় ১১টি এয়ারগানসহ চোরাচালানি ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 
Electronic Paper