‘কিশোর গ্যাং শব্দটি আর শুনতে চাই না’
সৌরভ হোসেন, কুষ্টিয়া
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

কুষ্টিয়ায় প্রবীণদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এসময় কুষ্টিয়ার স্থানীয় নানা সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন।
হানিফ বলেন, আগামীকাল থেকে আর কিশোর গ্যাং শব্দটি শুনতে চাই না। সবগুলোকে ধরে আইনের আওতায় আনতে হবে। আর এদের পক্ষে যারা সুপারিশ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, কুষ্টিয়ায় মাদকের প্রকোপ বেড়েছে, বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, স্থানীয় প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, অথবা করতে পারছেন না। প্রশাসন যদি একটিভ হয় তাহলে চুরি ছিনতাই মাদক সবই বন্ধ হয়ে যাবে।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়া শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে প্রবীণ বন্ধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে দুই শতাধিক প্রবীণ নারী পুরুষ এতে অংশ নেয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
