ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনায় বেসরকারি জুট মিল শ্রমিকদের মানববন্ধন

খুলনা ব্যুরো
🕐 ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

খুলনায় বেসরকারি জুট মিল শ্রমিকদের মানববন্ধন

খুলনার ব্যক্তিমালিকানাধীন মহসেন, আফিল, সোনালী, জুট স্পিনার্স, অ্যাজাক্সসহ বন্ধকৃত সকল বেসরকারি জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্র্যাইচুইটিসহ চুড়ান্ত বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

আজ বুধবার বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।

এতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ধরে খুলনার ব্যক্তিমালিকানাধীন মহসেন, আফিল, সোনালী, জুট স্পিনার্স, অ্যাজাক্সসহ বন্ধকৃত জুট মিলের শ্রমিক কর্মচারীদের মজুরিসহ পিএফ ও গ্র্যাইচুইটির টাকা বকেয়া রয়েছে। তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।

শ্রমিক নেতা মো. বাবুল হোসেনের পরিচালনায় মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, অ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজহার মাতব্বর, সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, ক্বারী আসহাব উদ্দীন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বকেয়া পাওনা আদায়ে আগামী ১৮ মার্চ সকাল ১০ টায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের নিকট স্মারকলিপি প্রদান, ২০ মার্চ সকাল ১০ টায় খুলনা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ সকাল ১০ টা থেকে নগরীর ফুলবাড়ীগেটে খুলনা-যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

 
Electronic Paper