ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্রলির ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

অনলাইন ডেস্ক
🕐 ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২৩

ট্রলির ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

নড়াইলের কালিয়ায় ইটভাটার ট্রলির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুর রহমান ওরফে তোতা মিয়া (৭৫) নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) সকালে নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রুস্তম মোল্লার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যায়। পরে ট্রলিটি তার ডান পায়ের ওপর দিয়ে চালে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
Electronic Paper