খোলা কাগজে সংবাদ প্রকাশের পর
কলারোয়ায় এলজিইডি’র কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে তদন্ত
কলারোয়া প্রতিনিধি
🕐 ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

দৈনিক খোলা কাগজে সংবাদের প্রেক্ষিতে এলজিইডি কলারোয়ার কম্পিউটার অপারেটর শরিফুজামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন শাখার তত্ববধায়ক প্রকৌশলী শাহ আলমগীর স্বাক্ষরিত নথি নং ৬২ তাং ১২/০১/২০২৩ ইং মারফত খুলনার তত্বাবধায়ক প্রকৌশলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
পত্রপ্রাপ্তি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত কিছু দিন পূর্বে ”এলজিইডি’র উন্নয়ন প্রকল্পে নয়ছয়ের অভিযোগ, এমপি’র ডিও লেটার” শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে প্রতারণা করে শরিফের পুত্র আরিয়নকে একই বছর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেখিয়ে ম্যানেজিং কমিটির সভাপতির পদ দখল, উন্নয়ন বরাদ্ধ নয়ছয়,সরকারী স্বার্থহানি সহ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বিশৃঙ্খা সৃষ্টির জন্য কলারোয়া-তালার এমপি’র ডিও লেটার প্রদানের খবর প্রকাশিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
