ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় ২৫ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
🕐 ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

চুয়াডাঙ্গায় ২৫ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ওজন ২৫ ভরি ২ রতি ওজনের পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এসময় হৃদয় হোসেন (১৯) নামে এক পাচারকারিকে আটক করা হয়। হৃদয় দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে। রবিবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো পাশের নর্দমায় ফেলে দেয়। পরে তাকে আটক করে ওই নর্দমা থেকে কাগজে মোড়ানো প্যাকেটটি উদ্ধার করে তার ভেতর থেকে ৫টি স্বর্ণের টুকরো বের করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 
Electronic Paper