ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

এম টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু
🕐 ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টায় পৌরসভার লালন সড়কের খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হরিণাকুণ্ডু পৌরসভার ৯ নং ওয়ার্ডের চটকাবাড়িয়া গ্রামের ঝড়ু মিয়ার ছেলে রাশেদ আলী অপর মোটরসাইকেলে চালক বললামপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে সাগর।

সূত্র জানায়, উপজেলা থেকে একটি মোটরসাইকেল তেল পাম্পের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল খাদ্য গুদামের সামনে পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত সাগর ও রাশেদকে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার আহত সাগরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে আহত রাশেদ আলী হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন আহত অবস্থায় সকাল সাড়ে ১১টায় আসলে তাদের মধ্যে এক জনকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। অপর একজনের অবস্থা গুরুতর হলে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

 
Electronic Paper