খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
খুলনা ব্যুরো
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর ছোট বয়রার জলিল স্মরণীর আজিজের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হচ্ছে, মো. বখতিয়ার শেখ, হামিদ মোল্লা, সুজন হাওলাদার, মতিয়ার রহমান ও জিয়া শেখ। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলায়।
সোনাডাঙ্গা থানার এস আই মুক্তা বলেন, বুধবার রাতে ডাকাত দলের সদস্যরা নগরীর ছোট বয়রা আজিজের মোড়ে অবস্থান করছিল। এর আগে স্থানীয়রা তাদের গতিবিধি দেখে সন্দেহ করে। ঘটনাটি তারা পুলিশকে জানায়। রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তাদের সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে এ সময় তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তাদের দেহ তল্লাশি করে তলোয়ার, লোহার রড, স্টিলের চাকু ও সিজার উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গ্রেফতারকৃত ৫ জনের বাড়ি বাগেরহাট জেলায়। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
