ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
🕐 ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে গৃহবধূ কামরুন্নাহার (১৭) ও তার শাশুড়ি জয়নব বেগমের (৪৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার মামুদানিপুর গ্রামের হাবিবুল বাশারের স্ত্রী এবং তার শাশুড়ি জয়নব বেগম আব্দুর সাত্তারের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় প্রথমে ছেলের বউ কামরুন্নাহারকে সাপে কামড় দিলে তার চিৎকারে পাশের ঘড় থেকে শাশুড়ি জয়নব বেগম ছুটে এলে তাকেও সাপে কামড় দেয়। পরিবারের লোকজন প্রথমে তাদের পার্শ্ববর্তী গ্রামে ওঝার কাছে নিয়ে যায়।

ওঝা বিষ নামাতে ব্যর্থ হলে ভোর বেলায় তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে কামরুন্নাহার মারা যায়। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জয়নব বেগমের মৃত্যু হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

 
Electronic Paper