ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনায় বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত

খুলনা ব্যুরো
🕐 ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

খুলনায় বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে। ফলে উপকূলীয় জেলা খুলনায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে খুলনার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নিম্নচাপের কারণে টানা বর্ষণে থমকে গেছে খুলনা মহানগরীসহ সুন্দরবন উপকূলীয় এলাকার জনজীবন। স্বাভাবিক জোয়ারের চেয়ে পশুর, ভৈরব, কপোতাক্ষ, কাজিবাছা, শিবসা, আড়পাঙ্গাসিয়া, ঢাকীসহ সব নদ-নদীর পানি এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে। তবে, জেলার কোথাও বেড়িবাঁধ ভাঙ্গনের খবর পাওয়া যায়নি।

এদিকে, সোমবার সারাদিন খুলনার আকাশ মেঘে ঢেকে ছিল। সূর্যের দেখা প্রায় প্রায় মেলেনি। গুঁড়িগুঁড়ি ও বৃষ্টির কারণে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। রাস্তাঘাট ও দোকানপাটে মানুষের উপস্থিতি ছিল কম। দুদিনের অব্যাহত বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

 
Electronic Paper