ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ তিনদফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

সোমবার ভোর থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠনের ডাকা এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, “১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে..। এর ফলে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

 
Electronic Paper