ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংবাদ উপস্থাপক (প্রেজেন্টার) নিচ্ছে আরটিভি

অনলাইন ডেস্ক
🕐 ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

সংবাদ উপস্থাপক (প্রেজেন্টার) নিচ্ছে আরটিভি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। সংবাদ উপস্থাপক পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা সরাসরি বা অনলাইনে আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম : বেঙ্গল মিডিয়া করপোরেশন লি. (আরটিভি)
পদের নাম : সংবাদ উপস্থাপক
পদের সংখ্যা : অনির্ধারিত

আবেদনের যোগ্যতা :
• বাংলা ও ইংরেজি ভাষার উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
• বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে ও সাবলীল হতে হবে।
• দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে বিপুল আগ্রহ এবং সাধারণ জ্ঞান থাকতে হবে।
• তথ্য সংগ্রহ ও গবেষণা প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে।
• উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ডে (বাংলা ও ইংরেজি) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে জ্ঞান ও আগ্রহ থাকতে হবে।

বয়স : অনূর্ধ্ব ২০ থেকে ২৮ বছর।
কর্মস্থল : ঢাকা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ সিভি পাঠাতে হবে নিচের এই ঠিকানায়—

আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬
১০২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫
(বিশেষ দ্রষ্টব্য : আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)
ইমেইল : [email protected]
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩

 
Electronic Paper