ভারতে এমপির ছেলেসহ সড়ক দুর্ঘটনায় ৭ মেডিকেল ছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
🕐 ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সোমবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ ৭ মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র।
ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।
নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিস্কার রাহাংদালেও আছেন।
ওয়ার্ধার এসপি প্রশাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং। খবর এনডিটিভি
এ বিভাগের অন্যান্য সংবাদ
