ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে বোমা বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্রোহীদের ছোড়া বোমা বিস্ফোরণে ৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। বোমা বিস্ফোরণের আগে ভারতীয় সেনাদের সঙ্গে ওই এলাকায় বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ হয়। সেসময় তিন বিদ্রোহী নিহত হয়।

পরে বন্দুকযুদ্ধ শেষ হলে স্থানীয়রা ঘটনাস্থল দেখতে গেলে সেখানে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এনকাউন্টার স্থলেই পড়ে ছিল বিস্ফোরকটি। সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলিবিনিময়ের সময় একটি বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে ছুটে যান কয়েকজন স্থানীয় মানুষ। এদিকে আগুনের সংস্পর্শ এসে ঠিক তখনই ফেটে যায় বিস্ফোরকটি। এতে ছয়জন নিহত হন। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থাণীয়রা। সেসময় ৪০ জনের বেশি আহত হন।

রাজ্য পুলিশের তরফে টুইটে জানানো হয়, ‘নিষেধ করা সত্ত্বেও এনকাউন্টার হওয়ার ঠিক পরপরই ওই এলাকা দেখতে চলে যান স্থানীয়রা। বারবার বলা হয়েছিল যে বিস্ফোরকের খোঁজে তল্লাশি অভিযান চলছে। তারা শোনেননি। সেই সময় আচমকাই বিস্ফোরক ফেটে যায়। ৬ জনের মৃত্যু হয়। কীভাবে এটা ঘটল এবং কী ধরনের বিস্ফোরক ফেটেছে তার তদন্ত শুরু হয়েছে।’

 

 
Electronic Paper