ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইয়েমেনে মৌসুমী ঝড়ে নিহত ১১, নিখোঁজ ২৫

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

ইয়েমেনের মাহরা প্রদেশে মৌসুমী ঝড়ে ১১ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও ২৫ জন। সপ্তাহব্যাপী ঝড় আর আকস্মিক বন্যায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে প্রায় ৩৮০০ পরিবার। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় জরুরি ত্রাণ কমিটি জানিয়েছে, শনিবার আল ঘায়জার বিভিন্ন স্থানে বন্যায় ভেসে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজ ২৫ জনের অনুসন্ধান চালাচ্ছে। ঝড় শুরুর প্রথম থেকে তারা নিখোঁজ ছিল।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লুবান ওমান উপকূল অতিক্রম করার পর রোববার থেকে ইয়েমেনে ঝড় শুরু হয়। দেশটির মাহরা প্রদেশে প্রচণ্ড গতিতে বাতাসের পাশাপাশি প্রবল বর্ষণ হচ্ছে।

সূত্র: মিডল ঈস্ট মনিটর।

 

 
Electronic Paper