ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাখাইনে অবশিষ্ট মাত্র আড়াই লাখ রোহিঙ্গা

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নির্মূলের শিকার হয়ে গত এক বছরের ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে যারা এসেছেন তাদের নিয়ে এ সংখ্যা ছাড়িয়ে যাবে ১১ লাখ। অন্যদিকে খোদ মাতৃভূমিতে অবশিষ্ট আছে মাত্র দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা, তাও কারাগারের মতো পরিবেশে।

সিএনএনের একটি ধারাবাহিক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের এ টেলিভিশন চ্যানেলটির বেইজিং ব্যুরোর আন্তর্জাতিক সংবাদদাতা ম্যাট রিভার্স গত মাসে রাখাইন রাজ্য সফর করে এ প্রতিবেদন তৈরি করেন।

তিনি বলেন, যেসব স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন তাকে সেখানেই যেতে হয়েছে। এর ফাঁকেও ভয়াবহ চিত্র দেখতে পেয়েছেন। পরিত্যক্ত রোহিঙ্গা গ্রামগুলোর ধ্বংসস্তূপ বর্ষায় গজিয়ে ওঠা লতাপাতায় আড়াল হলেও কিছু কিছু গাছে এখনো আগুনে পোড়া দাগ ও গুলির চিহ্ন আছে।

সে দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাখাইনে এখন প্রায় দুই লাখ ৪০ হাজার রোহিঙ্গা আছে। রোহিঙ্গারা মিয়ানমার বাহিনীর সামনে ম্যাটকে বেশ ভালো থাকার কথা জানালেও আড়ালে বলেছে, এটি শেখানো কথা। তারা খুব ভয়ে আছে। শিক্ষা, চাকরি, চিকিৎসা, জীবন-জীবিকার সব সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো রাখাইন রাজ্য এখন তাদের কাছে একটি কারাগার।

ম্যাট রিভার্স রাখাইনের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন, সেখানে কোনো গণহত্যা হয়েছে কিনা? উত্তরে তারা এ অভিযোগ পুরোপুরি নাকচ করে। পাল্টা প্রশ্ন করে, গণহত্যা হয়ে থাকলে রোহিঙ্গারা এখনো কীভাবে রাখাইনে আছে? তবে সুনির্দিষ্টভাবে ইন দিন গ্রামে গণহত্যার এলাকাটিতে সিএনএনের সংবাদদাতাকে যেতে দেয়নি স্থানীয় লোকজন। তারা বলেছে, সেখানে গেলে নাকি অশুভ আত্মা উঠে আসবে।

 
Electronic Paper