ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাইতিতে মার্কিন মিশনারি ও পরিবারের ১৫ সদস্য অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

হাইতিতে মার্কিন মিশনারি ও পরিবারের ১৫ সদস্য অপহৃত

হাইতির রাজধানীর বাইরে শনিবার অন্তত ১৫ জন মার্কিন মিশনারি ও পরিবারের সদস্যদের একটি অপরাধী চক্র অপহরণ করেছে।

সশস্র গ্রুপটি শিশুসহ ১৫ থেকে ১৭ জনকে অপহরণ করেছে। এই গ্রুপটি কয়েক মাস ধরে পোর্ট-অ-প্রিন্সে এবং ডমিনিকান প্রজাতন্ত্রের সীমান্তের মধ্যবর্তী এলাকায় চুরি ও অপহরণের সঙ্গে জড়িত রয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

তবে মুখপাত্র বলেন, “বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যাপারে পররাষ্ট্র দফতর সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা এই রিপোর্টের ব্যাপারে সজাগ রয়েছি এবং এই মুহূর্তে এর বেশী কিছু বলার নেই।”

সশস্র গ্রুপটি কয়েক বছর ধরে হাইতির রাজধানীর সবচেয়ে দরিদ্র জেলাগুলো নিয়ন্ত্রণ করছে। তারা পোর্ট-অ-প্রিন্সের অন্যান্য অংশ এবং আশপাশের এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।

গ্রুপটি চলতি বছরের প্রথম তিন মাসে ৬০০ বেশী লোককে অপহরণ করেছে, পূর্ববর্তী বছরের একই সময়ে অপহরণের এই সংখ্যা ছিল ২৩১ জন।

 

 
Electronic Paper