ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আসিয়ান সম্মেলন থেকে বাদ মিয়ানমারের জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

আসিয়ান সম্মেলন থেকে বাদ মিয়ানমারের জান্তা প্রধান

এশিয়া মহাদেশের দক্ষিণ–পূর্ব অঞ্চলের দেশগুলোর জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

আগামী ২৬-২৮ অক্টোবর এ শীর্ষ সম্মেলন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জান্তা প্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন।

মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের সাড়ে সাত মাস পর আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে জান্তা প্রধানের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হলো।

জোটের শীর্ষ সম্মেলন সামনে রেখে শুক্রবার সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চ্যুয়ালি বৈঠক করেন। বৈঠকের পর সভাপতির একটি বিবৃতি শনিবার ব্রুনেইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ।

প্রসঙ্গত যে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সংঘাত দেখা দিয়েছে। সংঘাত এ পর্যন্ত কমপক্ষে এক হাজার ১৬৭ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও ৭ হাজার ২১৯ জনের বেশি মানুষ গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।

 
Electronic Paper