ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বন্দুক সহিংসতায় অধিকহারে আমেরিকান শিশু-কিশোর প্রাণ হারাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

বন্দুক সহিংসতায় অধিকহারে আমেরিকান শিশু-কিশোর প্রাণ হারাচ্ছে

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় শিশু-কিশোররা অধিকহারে প্রাণ হারাচ্ছে। সোমবার এসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে এ কথা বলা হয়।

গান ভায়োলেন্স আর্কাইভ নামক ওয়েবসাইটকে উদ্ধৃত করে এপি’র খবরে আরো বলা হয়েছে, আমেরিকায় ২০১৯ সালে ১৭ কিংবা তার চেয়ে কম বয়সী ৯৯১ জন বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছে।

এ সংখ্যা ২০২০ সালে বেড়ে হয়েছে এক হাজার ৩৭৫ জন। চলতি বছর পরিস্থিতি আরো মারাত্মক রূপ নিয়েছে। সোমবার পর্যন্ত বন্দুক সহিংসতায় ঝরে গেছে এক হাজার ১৭৯ তরুণ প্রাণ। আহত হয়েছে তিন হাজার ২৯২ জন।

দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডাটাও এ খবরকে সমর্থন করে। এফবিআইয়ের ২৮ সেপ্টেম্বরে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ১৯ কিংবা তারচেয়ে কমবয়সী হত্যার সংখ্যা ২১ শতাংশ বেড়েছে।

 

 
Electronic Paper