ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কানাডায় প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রকাশ্যে গাঁজা ব্যবহার ও বিক্রির অনুমোদন দিয়েছে কানাডা। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির সব বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রি শুরু হয়। যদিও স্বাস্থ্য, আইন ও জন নিরাপত্তায় এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। খবর দ্য গার্ডিয়ান'র।

খবরে বলা হয়েছে, গাঁজা সম্পর্কিত আইনের ব্যাখ্যা দিয়ে ১ কোটি ৫০ লাখ পরিবারে ই-মেইল পাঠানো হবে। এজন্য প্রস্তুতি চলছে। এছাড়া বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন ক্যাম্পেইনও পরিচালনা করবে দেশটি।

গাঁজা সেবন করে গাড়ি চালানো পরিস্থিতি সামাল দিতে তৈরি আছে পুলিশ। পাশাপাশি গাঁজা বৈধ করার উদ্দেশে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে এসেছে কানাডার প্রদেশগুলো। দেশটির কোন কোন জায়গায় প্রকাশ্যে গাঁজা বিক্রি ও সেবন করা যাবে তা নির্ধারণ করবে প্রদেশগুলো। এজন্য নির্দিষ্ট আইন অনুসরণ করবে তারা।

কানাডায় বৈধ গাঁজা ব্যবসা ও সেবন কিভাবে চলবে তার সঠিক কোনও উত্তর নেই। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বৈধ হওয়ার প্রথম বছরে গাঁজা সংকট দেখা দেবে। এরপর উৎপাদন ও লাইসেন্স বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর আগে শুধু উরুগুয়েতে এটা বৈধ ছিল।

 
Electronic Paper