ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

ইউরোপের দেশ জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (২৬ সেপ্টেম্বর)।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মের্কেলের দীর্ঘ শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের পর এই নির্বাচনে যিনি জিতবেন, তার সফল হওয়ার লড়াইটি খুব কঠিন হতে পারে।

করোনাভাইরাস মহামারির মাঝেও ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে জার্মানিতে। প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে ২০০৫ সাল থেকে টানা ১৬ বছর চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার সামলেছেন অ্যাঙ্গেলা মের্কেল। তবে তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না।

নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে তার।

এবার নির্বাচনে চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ, পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক।

 
Electronic Paper