ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাজা থেকে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

গাজা থেকে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে রকেট হামলা

শনিবার রাতে গাজা থেকে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে সহিংসতা বন্ধের কোন আভাস পাওয়া যাচ্ছে না।

পুলিশ এক বিবৃতিতে জানায়, রকেটগুলো ইসরায়েলের রাজধানী তেলআবিব, বেন গুরন বিমান বন্দর এবং মধ্য ও দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরীগুলোতে নিক্ষেপ করা হয়।

এতে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে হামাস শনিবার গাজা সিটিতে আল জাজিরা এবং এ্যসোসিয়েট প্রেসের বহুতল অফিস ভবন ইসরাইলি ভয়ংকর বিমান হামলায় গুড়িয়ে দেয়ার প্রতিশোধ নিতে রকেট হামলার ঘোষণা দেয়।

গত সোমবার থেকে গাজায় ইরায়েলের শতশত বিমান হামলা এবং গোলা নিক্ষেপে অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে ৪১ জন শিশু ও ২৩ জন নারী। অপরদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ বছরের এক শিশু, ১ সৈনিক এবং ২ নারী রয়েছেন।

 
Electronic Paper