ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোববার থেকে সৌদিতে খুলছে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:২৩ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২১

রোববার থেকে সৌদিতে খুলছে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ

সৌদি আরবে রোববার থেকে সিনেমা হল, জিম, রেস্তোরাঁ এবং খেলাধুলা কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ৫ মার্চ, শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্যান্য বিনোদনকেন্দ্রের মতো রেস্তোঁরা, ক্যাফেগুলোর ইন্ডোর ডাইনিং খোলা যেতে পারে।  

তবে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সব ধরনের ইভেন্ট ও পার্টিগুলো স্থগিত অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে বিয়ে, কর্পোরেট সভা, বনভোজন হলগুলোর অনুষ্ঠান এবং সামাজিক ইভেন্ট। এছাড়া দেশটিতে সামাজিক সমাবেশগুলো সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে ৩ ফেব্রুয়ারি থেকে দেশটির বিনোদনমূলক কার্যক্রম স্থগিত করেছিল সরকার। এরপর ২০ ফেব্রুয়ারি স্থগিতাদেশ ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছিল।

করোনার বিস্তার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি সরকার। বলা হয়েছিল, প্রত্যেকে নিয়ম মানছে কি-না তা নিশ্চিত করার জন্য স্পট চেক বাড়ানো হবে।

 
Electronic Paper