ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা টিকা নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:১৮ পূর্বাহ্ণ, মার্চ ০১, ২০২১

করোনা টিকা নিলেন নরেন্দ্র মোদি

নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার রাজধানী দিল্লির বিখ্যাত এআইআইএমএস হাসপাতালে তিনি করোনার টিকার প্রথম ডোজ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়েছেন তিনি। টিকা নিয়ে শঙ্কা দূর করতে দেশজুড়ে টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ধাপের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিলেন মোদি।

টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘বৈশ্বিক কোভিড-১৯ লড়াইয়ে আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা যে অবদান রেখেছেন তা প্রশংসনীয়।’

মোদি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভারতকে কোভিড-১৯ মুক্ত করি।’

ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, জনদুর্ভোগ এড়াতে বাড়তি নিরাপত্তা ও কড়াকড়ি ছাড়াই টিকা নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 
Electronic Paper