ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পশ্চিমবঙ্গে আট দফায় ভোট, শুরু ২৭ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

পশ্চিমবঙ্গে আট দফায় ভোট, শুরু ২৭ মার্চ

ভারতের পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আট দফায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোটগ্রহণ শুরু ২৭ মার্চ। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২ মে। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা ভোটের তারিখ ঘোষণা করেন।

সুনীল আরোরা জানান, আট দফায় ভোটগ্রহণ হতে চলেছে বাংলায়। ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন রাজ্যে। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ৩০টি আসনে। ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোটগ্রহণ ৪৪টি আসনে। ১৭ এপ্রিল পঞ্চম দফায় ভোটগ্রহণ ৪৫টি আসনে।

২২ এপ্রিল ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ৪৩টি আসনে। সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। শেষ দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। খবর আনন্দবাজার পত্রিকার। 

 

 
Electronic Paper