ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগানিস্তানে ভূমিমাইন বিস্ফোরণে নিহত ৮ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে ভূমিমাইন বিস্ফোরণে আট শিশু নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম উরাশ এই ঘটনার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী মাইমানা নগরীর উত্তরাঞ্চলে শিরিন তাগাব জেলার কোহ-ই-সাইয়াদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের বয়স ছয় থেকে ১২ বছর।
তালেবান জঙ্গি ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালাতে এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাত সহিংসতায় ১ হাজার ৬৯০ বেসামরিক লোক নিহত ও ৩ হাজার ৪৩০ জনের বেশি লোক আহত হয়েছে। হতাহতের মধ্যে ৩৬৩ শিশু প্রাণ হারিয়েছে ও ৯৯২ জন আহত হয়েছে।
সূত্র: সিনহুয়া

 
Electronic Paper