ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এখনও নিয়ন্ত্রণে আসেনি বাগড়ি মার্কেটের আগুন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

৩৬ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কলকাতার পাইকারি বাজার বাগড়ি মার্কেটের আগুন। এখনও চার ও পাঁচ তলার বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। দমকলের ডিজি জগমোহন জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

গত শনিবার রাত আড়াইটায় এই বাজারে আগুন আগে। তখন এই বাজারের বিভিন্ন গেট বন্ধ থাকায় দমকল বাহিনী ঢুকতে পারেনি। পরে অবশ্য গেট ভেঙে দমকল বাহিনী ঢুকলেও এই দুদিনে আগুন আয়ত্তে আনতে পারেনি। রবিবার সারা দিন, সারা রাত আগুনের সঙ্গে যুঝেও কাবু করা যায়নি বাগরি মার্কেটের আগুন। সোমবারও চলছে আগুনের সঙ্গে লড়াই।
কলকাতার হাওড়া ব্রিজের কাছে বড় বাজার এলাকায় ক্যানিং স্ট্রিটে এই বাগরি বাজারের অবস্থান। ছয়তলা ভবনে রয়েছে নথিভুক্ত ৯৮৭টি পাইকারি দোকান। এর মধ্যে ৬০০টি ওষুধের দোকান। আটটি ব্লকে রয়েছে এসব দোকান। প্লাস্টিক, চামড়া, খেলনা, কেমিক্যাল ও প্রসাধনীর দোকানও রয়েছে।
আগুন লাগার পর থেকেই শুরু হয়েছিল অবিরাম জলবর্ষণ। এখনও পর্যন্ত সেই জল ঢালার কাজ চলছে নিরন্তর। জল ঢেলে একদিকে যেমন আগুন নেভানোর চেষ্টা চলছে, তেমনই বাড়িটি ভেঙে পড়া আটকাতে জল ছিটিয়ে ঠান্ডা রাখার প্রচেষ্টাও জারি রয়েছে। পাশাপাশি যখনই যেখান থেকে আগুন দেখা যাচ্ছে, হোস পাইপ সেই দিকে ঘুরিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
এখন দমকল কর্মীদের মূল লড়াই চার ও পাঁচ তলার আগুনের সঙ্গে। এই দু’টি তলা থেকে এখনও মাঝে মধ্যেই আগুনের শিখা বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গায় জ্বলছে আগুন। কখনও বাইরেও ভয়ঙ্কর ভাবে আগুন বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে ভিতরেও বিভিন্ন পকেটে আগুন রয়েছে বলে মনে করছেন দমকল কর্মীরা।
আপাতত বাগড়ি মার্কেটের এক, দুই এবং তিন তলার আগুন নিয়ন্ত্রণে। দমকল কর্মীরা জানিয়েছেন, এই তিনটি তলায় আপাতত বড় কোনও আগুনের উৎস নেই। তবু কাজ করছেন তারা। খোঁজ চলছে আরও কোথায় বিন্দুমাত্র আগুন রয়েছে কিনা।
দমকল কর্মীরা জানিয়েছেন, রাতে তারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। এমনকি, সোমবার সকালে বাড়ির ছাদে পর্যন্ত উঠে গিয়েছিলেন। কিন্তু চার ও পাঁচ তলা থেকে মাঝে মধ্যেই আগুনের শিখা বেরিয়ে আসায় তারা ঝুঁকি নিতে পারেননি। কিছুক্ষণ কাজ করার পরই নেমে আসতে বাধ্য হন।
আনন্দবাজার জানায়, পূজার আগে কার্যত সর্বস্বান্ত বাগড়ি মার্কেটের ব্যবসায়ীরা। দোকানের জিনিসপত্রের আর কিছুই কার্যত অবশিষ্ট নেই। তবু তার মধ্যেই যেটুকু বাঁচানো যায়, তার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। রাতভর সেই চেষ্টা চলেছে। সকাল হতেই সেই কাজ আরও জোরদার ভাবে শুরু করেছেন ব্যবসায়ীরা। দোকানের ভিতরে ঢুকে আধপোড়া বা সামান্য যা কিছু অবশিষ্ট পাচ্ছেন, তাই বাইরে বের করে আনছেন ব্যবসায়ীরা।
দমকলের ডিজি জগমোহনের দাবি, অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে বাগড়ি মার্কেটের আগুন। যদিও তিনি জানিয়েছেন, এখনও ভবনের অনেক অংশে ঢোকা যাচ্ছে না। পাশাপাশি চার ও পাঁচ তলায় এখনও যেভাবে জ্বলছে, তা নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলেও মনে করছেন তিনি। তবে ‘আরও সময়’ যে কত, তা নির্দিষ্ট করে বলতে চাননি ডিজি।

 

 
Electronic Paper