ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে করোনা আক্রান্ত ৮০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

ভারতে মহামারী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। শীতে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার অপেক্ষায় থাকা দেশটি এখন মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮৮১ জন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৭ জন।

দেশটির সরকারি হিসাব অনুসারে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল ভারতে ১৩০ কোটি মানুষের বসবাস। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান। এখন পর্যন্ত ৮৯ লাখ মার্কিন নাগরিক এ অতিসংক্রামক রোগটিতে আক্রান্ত হয়েছেন। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছানোর পর থেকে ভারতে অবস্থা ক্রমে অবনতি ঘটছে।

তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কমই বলা চলে। গত একদিনে সেখানে ৫১৭ জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ভাষণে করোনার বিষয়ে উদাসীন হয়ে পড়ায় জনগণকে প্রয়োজনীয় সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 
Electronic Paper