ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লাশ নিয়ে নৃত্য

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

মৃত্যু অতি প্রাকৃত এবং অবধারিত বিষয় হলেও মেনে নেওয়া খুবই কষ্টের। সেই সঙ্গে প্রিয়জন হারানোর বেদনা যেন ভোলা যায় না কিছুতেই। সারা বিশ্বে মৃত্যু কষ্ট বা শোকের ব্যাপার হলেও আফ্রিকার দেশ ঘানায় ব্যাপারটা একেবারেই অন্যরকম। সেখানে নতুন একটি ধারা চালু হয়েছে, যার মাধ্যমে মৃতদের বিদায় জানানো হয় নাচের মাধ্যমে। এর নেপথ্যে রয়েছে করুণ এক কাহিনী।

এই নাচ-গানের রীতি আপাতদৃষ্টিতে মজার বলে মনে হলেও, এর ভিতরে লুকিয়ে আছে একটি গভীর জীবনদর্শন। একজন মানুষ তার জীবদ্দশায় প্রচুর দুঃখ-কষ্ট নিয়েই বেড়ে ওঠে, তাই এই প্রাচীন প্রথার মধ্য দিয়ে মৃত ব্যক্তির আত্মীয় পরিজন বিশ্বাস করেন, তাদের প্রিয়জনের বিদায় যাত্রাকে খানিক আনন্দময় করে তোলা যেতে পারে। জীবনের সর্বশেষ পথটুকু নাচগানের মধ্য দিয়ে আনন্দ করতে করতে গেলে, জীবিতকালে পাওয়া দুঃখ-কষ্টের বোঝা খানিক ম্লান হতে পারে পরজন্মে।

 
Electronic Paper