ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘানা গির্জা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

ঘানার পূর্বাঞ্চলে একটি তিনতলা গির্জার ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। উদ্ধার কর্মকর্তারা শুক্রবার জানান, ধ্বংসস্তুপ থেকে আরও লাশ টেনে তোলা হয়েছে। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী ও ৯ জন পুরুষ। ইতোপূর্বে ১৭ জন নিহত উদ্ধারের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা চিরুনি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে।

আখেম বাতবি শহরো মঙ্গলবার এক প্রার্থনা সভা শেষ করার ঠিক পর পরই ‘দি চার্চ অব প্রোজপারেটি’ নামক গীর্জাটি ভেঙে পড়ে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভবনটি ভেঙ্গে পড়ার সময় প্রায় ৬০ জন লোক সেখানে ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে, গির্জার প্রতিষ্ঠাতা হযরত আইজাক ওফোরি যিনি আকোয়া আইজাক নামে পরিচিত, পুলিশ তদন্তে সহায়তা করেন।

 
Electronic Paper