ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বুধবার ফিলাডেলফিয়ায় প্রচারণায় অংশ নিচ্ছেন। এটি হবে তার প্রথম প্রচারণায় অংশ নেয়া।

বাইডেনের প্রচারণা কেন্দ্র থেকে বলা হয়েছে, ওবামা (৫৯) একটি ‘ড্রাইভ ইন কার র‌্যালি’ বা গাড়ির র‌্যালিতে অংশ নেবেন এবং পেনসিলভিয়ানদের আগাম ভোট দেয়ার পরিকল্পনা করতে উৎসাহিত করবেন।

ডেমোক্রেটরা করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন লম্বা লাইনে না দাঁড়িয়ে আগাম ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে।

ইউনিভার্সিট অব ফ্লোরিডার ইউএস ইলেকশান প্রজেক্ট বলছে, ইতোমধ্যে দেশটির সাড়ে তিন কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছে।

এদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৪) দেশজুড়ে বড় বড় সমাবেশ করলেও বাইডেন(৭৭) করোনা সংকটের কারণে ছোট সমাবেশের আয়োজন করেছেন।

এই ড্রাইভ ইন কার র‌্যালি বা গাড়ি সমাবেশে সমর্থকরা গাড়িতেই অবস্থান করবেন যা বাইডেনের নির্বাচনী প্রচারণার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।

পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার জনসংখ্যা ১৬ লাখ। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড।

ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে এখানে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

 

 
Electronic Paper