ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সারাবিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বিশ্বব্যাপী বৃহস্পতিবার নতুন করে ৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একদিনে আক্রান্তের দিক থেকে এটি একটি নতুন রেকর্ড। বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া উপাত্তের উপর ভিত্তি করে তৈরী করা এএফপি’র পরিসংখ্যানে একথা বলা হয়। খবর এএফপি’র।

পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় মোট ৪ লাখ ৪ হাজার ৭৫৮ জন নতুন করে করোনায় আক্রান্ত এবং ৬ হাজার ৮৬ জন প্রাণ হারিয়েছে।

মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মহামারির প্রথম ঢেউয়ের পর এ সংখ্যাকে করোনা পরীক্ষা জোরদারের অংশ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।

ইউরোপে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৪৪ শতাংশ বেড়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মহামারির শুরু থেকে প্রাত্যহিক হিসাবে বৃহস্পতিবার ইউরোপে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিন ইউরোপ মহাদেশে দেড় লাখেরও বেশি লোক আক্রান্ত হয়। এখন মনে করা হচ্ছে এ মহাদেশের বিভিন্ন দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে দেখা যাচ্ছে। দেশটিতে মধ্য-জুলাইয়ে চরম ধাক্কার পর সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে দেখা যায়।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বৃস্পতিবার দেশটিতে ৭০ হাজারের বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়।

 
Electronic Paper