ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কারাবাখ যুদ্ধ বন্ধে ‘যৌথ প্রচেষ্টা’ চালানোর আহ্বান পুতিন-এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার আজারবাইজানে বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে চলা প্রচণ্ড যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। ক্রেমলিন একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা যতদ্রুত সম্ভব রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে এবং নগর্নো-কারাবাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ গ্রহণে জরুরি ভিত্তিতে যৌথ প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব দেন। গত মাসের শেষের দিকে এ যুদ্ধ ছড়িয়ে পড়ার পর এই প্রথম তারা এমন আহ্বান জানালেন।

বিতর্কিত অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে কয়েকশ’ মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। এদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে।

এই সাবেক সোভিয়েত দেশ দু’টো কারাবাখ নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধে লিপ্ত রয়েছে। ১৯৯০’র দশকের যুদ্ধের পর কারাবাখ আজারবাইজানের হাতছাড়া হয়ে যায়। ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারায়।

 

 
Electronic Paper