ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুতিন নোবেল পুরস্কারের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তবে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের নাম প্রস্তাব করেছেন বিখ্যাত রুশ লেখক সের্গেই কোমকভ।

গত ১০ সেপ্টেম্বর সের্গেই কোমকভ পুতিনের নাম প্রস্তাব করে নোবেল কমিটির কাছে চিঠি পাঠান। আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, বিশ্বে শান্তি ফেরাতে তাদের অনেকের তুলনায় রুশ প্রেসিডেন্ট বেশি উদ্যোগী বলে মনে করেন তিনি।

পুতিন নোবেল পেলে বেশ ভালো হবে তবে না পেলেও খুব একটা সমস্যা হবে না বলে জানান প্রেসিডেন্টের মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

 

 
Electronic Paper