ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা অগ্রহণীয়ভাবে বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

বিশ্ব জুড়ে এক সপ্তাহে কোভিড-১৯ এ ৫০ হাজার লোকের মারা যাওয়াকে অগ্রহণযোগ্য বেশি বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

সংস্থাটি আরো বলেছে, বিশ্বজুড়ে মৃত্যু ও সংক্রমণ তীব্র বেগে বাড়ার পরিবর্তে কিছুটা ধীর গতিতে হলেও নিম্ন আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে তা যথেষ্টভাবে বাড়ছে।

ডব্লিউএইচও’র জরুরি বিয়ষক পরিচালক মাইকেল রায়ান শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১৮ লাখ থেকে ২০ লাখ সংক্রমণএবং ৪০ থেকে ৫০হাজার মৃত্যু সংখ্যা যুক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, আশার কথা এটি তীব্র বেগে বাড়ছেনা। তবে এখনও যে পরিমাণে বাড়ছে তাও অনেক। আমরা এই সংখ্যা ও চাচ্ছিনা।

রায়ান বলেন, বিশ্বব্যাপী বাড়ার চিত্র সমতল হলেও কিছু দেশের আঞ্চলিক ও উপ আঞ্চলিক পর্যায়ে তা উল্লেখযোগ্যভাবে বেশি।

তিনি বলেন, এই মহামারির এখনও অনেক পথ পোড়ানোর বাকি। চিকিৎসা কৌশলের উন্নতি হওয়ায় অনেক জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু এক সপ্তাহে ৫০ হাজার মৃত্যুর এই সংখ্যাকে আমার গ্রহণীয়বলতে পারিনা।

 
Electronic Paper