ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতের নতুন সংসদ ভবন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

১১ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে নতুন সংসদ ভবন নির্মিত হচ্ছে ভারতে। দিল্লির প্রাণকেন্দ্রে এটি নির্মাণ করা হচ্ছে, কাজ শেষ হবে ২০২২ সালে। ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ নতুন সংসদ ভবন বানানোর দায়িত্ব পেয়েছে।

 

ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকার ভারতের বর্তমান গোলাকৃতি সংসদ ভবনটির নকশা তৈরি করেছিলেন। এই সংসদ ভবনে বিশাল গম্বুজাকৃতি হল রয়েছে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯২৭ সালে। তবে সরকার বলছে এটি এর সক্ষমতা হারিয়েছে।

সমালোচকদের মতে, সরকারের উচিত এই মুহূর্তে করোনাভাইরাস মোকাবেলায় অর্থ খরচ করা। বর্তমানে ভারতে ৫০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানের চেয়ে আকৃতিতে বড় হবে নতুন ভবনটি। এটি হবে তিনতলা এবং ত্রিভুজাকৃতি। ১৪০০ এমপির আসন সংখ্যা রেখে ভবনটি তৈরি করা হচ্ছে।

দিল্লিতে ঔপনিবেশিক আমলের সরকারি ভবনগুলো আধুনিকায়নের জন্য সরকারের নেয়া ২০০ কোটি ডলারের এক প্রকল্পের অংশ হিসেবে নতুন সংসদ ভবন নির্মাণের এই উদ্যোগ নেয়া হয়েছে।

 

 
Electronic Paper