ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২০

ভারতে কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বিমান। এতে বিমানের এক পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিজেপির এক সংসদ সদস্য। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কেরালায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি। বিমানটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল।

দুর্ঘটনার সময় বিমানটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন। এদের মধ্যে এক পাইলট নিহত হয়েছেন বলে টুইটারে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কে জে আলফন্স।

ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

 
Electronic Paper