ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে জঙ্গি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। বেঁচে যাওয়া একজনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রোববার (১৯ আগস্ট) গভীর রাতের দিকে এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থাটি জানায়, নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে জঙ্গি হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার পরাজিত হচ্ছে সেনাবাহিনী।
বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে রাত ২টার সময় এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যান আবাচা ওমর নামে এক নাইজেরীয়। তবে জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ওমর বলেন, তিনি ১৯জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো। তবে এক ত্রাণকর্মীর দাবি, এই হামলায় ৬৩ জন নিহত হয়েছেন।
হামলার তিন দিন আগেই জঙ্গিদের গ্রামটিতে দেখা গিয়েছিলো বলে জানা যায় ওমরের অভিযোগ, স্থানীয়রা সেনাবাহিনীকে সতর্ক করে দিলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।

 

 
Electronic Paper