ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উত্তরপ্রদেশে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:০৪ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০২০

ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় শনিবার বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আল্লাহাবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন, কাউশাম্বিতে দু'জন এবং জোয়ানপুরে একজনের মৃত্যু হয়েছে। ভাদোহি জেলার বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও কমপক্ষে ছয়জন।

এদিকে রিলিফ কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রয়াগরাজে আরও ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বজ্রপাতে নিহতদের পরিবারকে ৪ লাখ প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

একই সঙ্গে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ।

 
Electronic Paper