ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সামাজিক পুনর্গঠনের দাবিতে স্পেনে সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০

স্পেনজুড়ে হাজার হাজার লোক মহামারি কোভিড -১৯ পরবর্তী সংকট মোকাবেলায় যৌথ সামাজিক পুনর্গঠনের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে। করোনাভাইরাসজনিত সংকট শুরুর পর দেশটিতে এটি সবচেয়ে বড়ো সমাবেশ ও বিক্ষোভ।

ওয়ার্কার্স কমিশন ও ইউজিটি ইউনিয়ন আয়োজিত এই সমাবেশ শনিবার দিনব্যাপী ৬০টি শহর ও নগরে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার লোক অংশ নেয় বলে আয়োজকরা জানান। তবে নির্দিষ্ট কোন সংখ্যা তারা উল্লেখ করেননি।

তাদের দাবি মহামারি করোনার কারণে ক্ষতির মুখে পড়া স্পেনের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে দরকার যৌথ উদ্যোগ।

মাদ্রিদে ইউজিটি’র প্রধান পিপি আলভারেজ বলেন, আমরা দেশকে পুনর্গঠন করতে চাই। এই মহামারি যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সে লক্ষ্যে আমাদেও জাতীয় সমঝোতা দরকার।

একজন বিক্ষোভকারী বলেন, আমরা কেবল তখনই এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো যখন কাউকে পেছনে না ফেলে আমরা এগিয়ে যেতে পারবো।

ইউনিয়নগুলো সমাবেশ থেকে রাজনৈতিক অন্ত:র্দ্বন্দ্বের অবসানেরও আহ্বান জানিয়ে বলেছে, ডানপন্থী বিরোধীদের তীব্র আক্রমণের কারণে সংকট মোকাবেলায় বামপন্থী সরকারের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

করোনা মোকবেলায় স্পেনে মধ্যমার্চে লকডাউন শুরু হয়। এতে ভাইরাসের সংক্রমণ রোধ করা গেলেও শত শত লোক কর্মহীন হয়ে পড়ে। মার্চের শেষ নাগাদ দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ১৪.৪ শতাংশ।

সরকার বলছে, চলতি বছরের শেষ নাগাদ তা বেড়ে ১৯ শতাংশ হতে পারে।

 
Electronic Paper